সিডনি ম্যারাথন সফলভাবে শেষ করলেন বাংলাদেশের আল আমিন

|

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ দৌড় প্রতিযোগিতা টিসিএস সিডনি ম্যারাথন ২০২৫-এ অংশ নিয়ে সফলভাবে শেষ করেছেন বাংলাদেশি অ্যাথলেট মো. আল আমিন মিয়া। রোববার (৩১ আগস্ট) অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ার সিডনি-তে অনুষ্ঠিত এই আয়োজন দক্ষিণ গোলার্ধে প্রথম মেজর ম্যারাথন। যা পূর্বে থাকা ছয়টি মেজর ম্যারাথনের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। 

আল আমিন মিয়া এর আগে লাদাখ ম্যারাথন (ভারত), টাটা মুম্বাই ম্যারাথন (ভারত), ব্রাইটন ম্যারাথন (ইংল্যান্ড), লস অ্যাঞ্জেলেস ম্যারাথন (যুক্তরাষ্ট্র) এবং সিডনি ম্যারাথন ২০২৪-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। 

দীর্ঘ প্রস্তুতি, নিয়মিত প্রশিক্ষণ এবং আত্মবিশ্বাসের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে জানান আল আমিন মিয়া। তিনি বলেন, এই সাফল্য শুধুমাত্র আমার নয়— আমার সঙ্গে সংশ্লিষ্ট সবার গর্বের মুহূর্ত।

তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্পন্সর এসিআই ফুডস লিমিটেড ও মাইন্ডট্রি লিমিটেড’র প্রতি। একইসঙ্গে তার মিডিয়া পার্টনার যমুনা টিভির প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আল আমিন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply