ব্যাচ ভিত্তিক গ্রুপ ‘ঢাকা ৯৮_০০’র স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠান সম্পন্ন করেছে

|

ব্যাচভিত্তিক গ্রুপ ‘ঢাকা ৯৮_০০’ সফলভাবে তাদের স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠান সম্পন্ন করেছে। এসএসসি ৯৮’র পক্ষ থেকে প্রথমবারের মত এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের খ্যাতিমান কমেডিয়ান অংশগ্রহণ করেন, যা দর্শকদের মাঝে এক নির্মল আনন্দ ও হাস্যরসের সঞ্চার করে।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান তরু, শাওন মজুমদার যারা তাদের উদ্ভাবনী কৌতুক ও মনোমুগ্ধকর উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া তারেক মাহমুদ ও তাহনিম তাদের নিজস্ব কমেডি পরিবেশনা দিয়ে অনুষ্ঠানকে আরও জমিয়ে তুলেন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বন্ধুদের মানসিক চাপ কমানো এবং একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি করা। এই আয়োজন ৯৮ পরিবারে যে সাড়া ফেলেছে তা অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা আছে বলে জানান আয়োজকরা।

আয়োজকরা আরও বলেন, অনুষ্ঠানটি অত্যন্ত সফল ছিল এবং আমরা বন্ধুদের বিপুল সাড়া পেয়ে আনন্দিত। আমরা আশা করি, ভবিষ্যতে এ ধরনের আয়োজনের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে পারব।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply