
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার একটি ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর, দ্য ডন’র।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিস্ফোরণটি বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ঘটে।
বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন মারা যান এবং শিশুসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয় পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর কোয়াডপ্টারের সাহায্যে একটি থানাতেও হামলা চালাতে চেয়েছিল দুর্বৃত্তকারীরা। তবে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।
⚡️ 1 KILLED as blast tears through cricket match in Pakistan
— RT (@RT_com) September 6, 2025
Sudden IED explosion in Bajaur, Khyber Pakhtunkhwa
Panic, screams, chaos — police call it ‘a TARGETED attack’ pic.twitter.com/rTBDePGD1j
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনার দায় নেয়নি। তবে পুলিশের ধারণা, এর পেছনে রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
মূলত, গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে, যার নাম দেয়া হয়েছে ‘অপারেশন সরবকাফ’। ধারণা করা হচ্ছে, পাল্টা জবাব দিতেই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে টিটিপি।
/এমএইচআর



Leave a reply