
বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলে নিজেদের শেষে ম্যাচে হেরেছে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলই। মেসিবিহীন আর্জেন্টিনা ১-০ গোলে হেরেছে ইকুয়েডরের কাছে। অন্য ম্যাচে, নিয়মিত একাদশ বসিয়ে রাখার মাসুল গুনলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই কোয়ালিফাই করেছিলো আর্জেন্টিনা। শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে রাঙ্গাতে চেয়েছিলো আলবিসেলেস্তেরা। নিয়মরক্ষার ম্যাচে তাই নিয়মিত একাদশ বিশ্রাম দিয়ে সাইড বেঞ্চ বাজিয়ে দেখতে চেয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। খেলেননি দলটির প্রাণ ভ্রোমড়া লিওনেল মেসি।
এস্তাদিও মনুমেন্টালে প্রথম ১৫ মিনিটেই বিশ্বচ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে দেয় স্বাগতিক ইকুয়েডর। ৩১ মিনিটে সেই চাপ সামলাতে না পেরেই কিনা ডি বক্সে এনের ভালেন্সিয়াকে বাজে ভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় লাল কার্ড দেখেন এই ম্যাচের অধিনায়ক নিকোলাস ওতামেন্দি।
পেনাল্টি থেকে প্রথমার্ধেই এগিয়ে যায় ইকুয়েডর। ১০ জনের দল প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি আর্জেন্টাইনরা।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে স্বাগতিক দলও ১০ জনে নেমে আসে। নিকোলাস গনসালেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার মোইসেস কাইসেদো।
এরপর একুয়েডরের আক্রমণেও ধার কমে ।। কিন্তু সেই সুযোগ নিতে পারেনি আর্জেন্টিনা। পুরো ম্যাচে গোলের জন্য আটটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি মেসি বিহীন আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাই শেষ করল আর্জেন্টিনা।
অন্যদিকে, আর্জেন্টিনার হারের দিন লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও। প্রতিপক্ষ বলিভিয়া। আর্জেন্টিনার মত ব্রাজিলও নিয়মিত একাদশ বসিয়ে নামায় নতুনদের।
মিউনিসিপাল স্টেডিয়ামে ব্রাজিলের খেলায় না ছিল চেনা ধার, না ছিল গতি। তার উপর বলিভিয়ার এই স্টেডিয়ামটি ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতায় হওয়ায়, খেলতে কিছুটা কষ্ট হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের।
প্রথমার্ধের যোগ করা সময়ে রবার্তো ফের্নান্দেসকে ব্রুনো গিমারাইস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগিতক বলিভিয়া। সফল স্পট কিকে বলিভিয়াকে এগিয়ে নেন তেসেরোস।
সেই একমাত্র গোলেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া।
/এআই



Leave a reply