তেজগাঁওয়ে সড়ক অবরোধের ঘটনায় যে ব্যাখ্যা দিলো কোহিনুর কেমিক্যাল

|

মহানবীকে ‘কটুক্তির’ অভিযোগে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে কোহিনুর কেমিক্যাল। বুধবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই ব্যাখ্যা দিয়েছে।

কোহিনুর কেমিক্যাল বলছে, প্রতিষ্ঠানটি সর্বদা সকল ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। গত ২০ তারিখ প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা অধীনস্থ সহকর্মীর সঙ্গে ধর্মীয় বিষয় আলোচনার মধ্যে কিছু আপত্তিকর প্রসঙ্গ উপস্থাপন করেন, যা ইসলাম ধর্মাবলম্বীদের আঘাত করে। পরবর্তীতে ২২ এপ্রিল দুপুরে শ্রমিকেরা প্রতিষ্ঠানের প্রশাসনকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিকভাবে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা প্রমাণ পান এবং বহিষ্কারাদেশ দেন। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরেরও আশ্বাস দেন। তবে কিছু বহিরাগতদের অনুপ্রবেশ ঘটে এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে।

এর মধ্যে পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম ও শিক্ষকগণ একত্রিত হয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে সবাইকে শান্ত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন। পুলিশ, সামরিক বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতারাও সবাইকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। সকলের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয় এবং ওই কর্মকর্তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত আলাপচারিতা, যাতে প্রতিষ্ঠানের কোনও সংশ্লিষ্টতা নেই। কোহিনুর কেমিক্যাল কখনোই কোনও ধর্মীয়, সামাজিক অথবা জাতীয়তার প্রতি যেকোনো উপায়ে বিদ্বেষমূলক কথা বা আচরণ কোনোভাবেই সমর্থন করে না। এ ব্যাপারে প্রতিষ্ঠান শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করে।

গতকালকের এই ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রচারিত হচ্ছে, যা প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, কোহিনুর কেমিক্যালের তেজগাঁওয়ের কার্যালয়ে একটি মসজিদও আছে, যেখানে পাঁচ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply