দেশের প্রথম ডাবলহর্স মুয়েথাই আন্তর্জাতিক টুর্নামেন্ট কাল

|

চার দেশের প্রতিযোগীদের নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মুয়েথাই আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগামীকাল শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আর এই টুর্নামেন্টের আয়োজন করছে যমুনা গ্রুপ।

‘ডাবলহর্স নকআউট ফাইট নাইট জিরো জিরোট ওয়ান’ নামে এই টুর্নামেন্টের ১৭টি ফাইটে অংশ নিচ্ছে ৪ দেশের মোট ৩৪ জন ক্রীড়াবিদ। তাদের মধ্যে রয়েছেন, বাংলাদেশের সর্বাধিক ২৭ জন, ভারতের ৩ জন, থাইল্যান্ড ও কিরগিজিস্থানের দুই জন। এই টুর্নামেন্টে নারীদের একটি ইভেন্ট রয়েছে। সেখানে অংশ নেওয়া দু’জনেই স্বাগতিক ফাইটার।

প্রতিযোগিতায় পাঁচটি পেশাদার ও ১২টি অ্যামেচার লড়াই অনুষ্ঠিত হবে। অ্যামেচার ইভেন্টে ৩ মিনিট করে ৩টি বাউট হবে এবং প্রফেশনাল ইভেন্টে ৩ মিনিট করে পাঁচটি বাউটের খেলা অনুষ্ঠিত হবে।

এক দিনের এই টুর্নামেন্টে ৯৫০টি সিটের টিকিট বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। টিকিফাই অনলাইনে এই টিকিট পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্ট নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যমুনা গ্রুপের অন্যতম পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল। এ সময় চার দেশের ক্রীড়াবিদ এবং ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো দেশে এমন টুর্নামেন্টের আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল। তিনি বলেন, দেশে প্রথমবার আমরা আন্তর্জাতিক মুয়েথাই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। এটা আমাদের জন্য বড় মাইলফলক।

অনুষ্ঠানে কিরগিস্তান থেকে আগত ক্রীড়াবিদ ও কোচেরা ঐতিহ্যবাহী কিরগিজ টুপি ও গাউন পরিয়ে দেন ইয়াসিন ইসলামকে। এটিকে ভ্রাতৃত্বের বন্ধন বিবেচনা করে তিনি বলেন, আমাকে এই গাউন ও টুপি যেমন উপহার দিয়ে সম্মানিত করেছেন কিরগিজ ভাইয়েরা। আমাদের এখান থেকেও পুরস্কার হিসেবে বেল্ট উপহার পাবেন তারা।

মুয়েথাইয়ের মতো একটি টুর্নামেন্টের বিষয়ে ইযাসিন ইসলাম বলেন, আমি মুয়েথাইসহ অন্য মার্শাল আর্টও খেলে থাকি। সেই খেলা থেকেই আমার ভেতরে একটি দায়িত্ববোধ জাগে এমন একটি টুর্নামেন্ট আয়োজনের। তাই এমন আয়োজন করতে যাচ্ছি।

এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় থাকবে উল্লেখ করে যমুনা গ্রুপের এই পরিচালক বলেন, এটাতো মাত্র শুরু। এটা লিগের মতোই খেলা। আগামী ১০ বছর নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের ভাবনা রয়েছে আমাদের। থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি খেলা মুয়েথাই। এই টুর্নামেন্ট পরিচালনার জন্য থাইল্যান্ড থেকে চারজন বিচারক এসেছেন। তারা সঙ্গে করে পাঁচটি প্রফেশনাল বাউটের জন্য পাঁচটি বেল্টও সঙ্গে করে এনেছেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply